সাড়ে ৩ লাখ পিস ইয়াবা রেখে পালালো পাচারকারী

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) ভোররাতে এ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হয়।  

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ট্রলারঘাট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের খবর পাওয়া যায়। উক্ত সংবাদে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ট্রলারঘাট সংলগ্ন এলাকায় বস্তাসহ তিন জন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দেওয়া হয়। এসময় তারা সাদা রঙয়ের তিনটি বস্তা ফেলে অন্ধকারে গ্রামের দিকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বস্তাগুলো খুলে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।