ওসির নম্বর থেকে ফোন, ৪ লাখ টাকা দিলেন চেয়ারম্যান!

নোয়াখালীর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সরকারি মোবাইলফোন নম্বর ক্লোন করে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান মো. মনির আহমেদ (৬৪) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় জানান, উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মনির আহমেদের ব্যক্তিগত মোবাইলফোন নম্বরে দুটি নম্বর থেকে কল আসে। এসময় কলদাতা নিজেকে চরজব্বার থানার ওসি বলে পরিচয় দিয়ে আসন্ন নির্বাচনে সহায়তার কথা বলে টাকা দাবি করেন। এরপর প্রতারকরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ করে অন্যান্য অফিসারদের ম্যানেজ করার জন্য টাকা পাঠাতে বলে।  

পরে প্রতারকদের দেওয়া ৮টি বিকাশ নম্বরে মনির চেয়ারম্যান পঞ্চাশ হাজার টাকা করে চার লাখ টাকা পাঠান। টাকা পাঠানোর পরে ওসি পরিচয় দানকারী প্রতারক ব্যক্তি রাত ৯টায় চেয়ারম্যানকে থানায় এসে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে বলেন। রাত ৯টায় চেয়ারম্যান থানায় এসে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।  

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির আহমেদ রাত ৯টায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।