নাফ নদে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে প্রবেশকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুকসহ ধারালো কিরিচ ও লোহার রড উদ্ধার করা হয়েছে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ ভোরে মিয়ানমারের জলসীমানা থেকে নৌকাযোগে টেকনাফের নাফ নদ সীমান্ত দিয়ে প্রবেশেকালে কয়েকজন মাদক পাচারকারিকে দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করতে থাকে পাচারকারিরা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করেন। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করে বিজিবি।

ফয়সল হাসান খান আরও জানান, এ ঘটনায় সরকারি কাজে বাঁধা ও অবৈধ মাদক পাচারের দায়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।