ক্যাম্পের পাহাড়ি ছড়ায় আরও এক বুনো হাতির মৃতদেহ

কক্সবাজারের টেকনাফে শালবন রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এক বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরসংলগ্ন পানির ছড়ায় মৃত হাতিটি দেখা যায়। এক সপ্তাহে এর আগে একই স্থানে আরও একটি বুনো হাতির মৃতদেহ পাওয়া যায়।

এপিবিএন-১৬ অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সকালে শালবাগান রোহিঙ্গা শিবিরের তারকাটার বেষ্টনির বাইরে পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বুনো হাতি মৃত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বন্য হাতিটি আনুমানিক তিন-চার দিন আগে পাহাড়চূড়া থেকে পানির ছড়ায় পড়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সপ্তাহখানেক আগে ওই ছড়ায় আরও একটি মৃত হাতি পাওয়া গিয়েছিল। পরে এটিকে পুঁতে ফেলা হয়।

টেকনাফ বিটের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, মরা বাচ্চা হাতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসকের মাধ্যমে কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।