নোয়াখালীতে সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি

দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে সপরিবারে হত্যার হুমকি দিয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

মাহবুবুর রহমান জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা।

সাংবাদিক মাহবুবুর রহমান জানান, তিনি কয়েক দিন শারীরিকভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। আজ দুপুর ২টা ০২ মিনিটে তার ফোনে একটি কল আসে। কোনও কিছু বুঝে ওঠার আগেই অপর প্রান্তে থাকা ব্যক্তি গালিগালাজ শুরু করেন। অজ্ঞাত ব্যক্তি তাকে ‘একরাম (নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী) বাঁচাবে, দেখবো কতদিন বাঁচাতে পারবে’ বলে হুমকি দেন। এ সময় জজকোর্টের সামনে অবস্থান করছেন জানিয়ে ওই ব্যক্তি মাহবুবকে সেখানে যেতে বলেন। একাধিকবার নাম ও পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সপরিবারে হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেন ওই ব্যক্তি। পরে বিষয়টি মৌখিকভাবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে জানান মাহবুব।

মাহবুব বলেন, ‘এ বিষয়ে ঢাকা অফিসকে অবহিত করেছি। অফিসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।