খাগড়াছড়ির মানিকছড়ির ছদুরখীল এলাকায় পাহাড়ে বজ্রাঘাতে ১১ মাস বয়সী শিশু মো. আল আমিন মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা মো. ইব্রাহিম (২৬) ও গৃহিণী আঁখি আক্তার (২০)।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মহি উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বজ্রপাতে তিন জনকে হাসপাতালে আনা হলেও আল আমিন পথেই মারা গেছে। আহত ইব্রাহিম (২৬) ও আঁখিকে (২০) ভর্তি রাখা হয়েছে। আপাতত তাদের বিপদমুক্ত মনে হচ্ছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, বুধবার রাত ১টার দিকে ছদুরখীল এলাকায় নির্জন পাহাড়ে ঘরের ওপর বজ্রপাতে শিশুটি মারা যায় এবং দুজন আহত হয়।