বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাঁশখালী পৌরসভার জলদি এলাকায় মুনছুরিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, একই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

নিহত দুই জন হলেন- আব্দুল খালেক (৩৪) ও সোলতান মাহমুদ টিপু। এর মধ্যে টিপু সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আহতরা হলেন- খালেকের ভাই কামাল উদ্দিন, চাচাতো ভাই মঞ্জুর আলম এবং মো. বাহাদুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির সীমানা নিয়ে গত একমাস ধরে বাহাদুর ও খালেকের পরিবারের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টা রঙ্গিয়াঘোনা এলাকায় ফের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর দুই ঘণ্টা পর বাড়ির পাশে মনছুরিয়া বাজার এলাকায় আব্দুল খালেক ও তার চাচা সোলতান মাহমুদ টিপু গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের প্রকাশ্যে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করতে থাকে। এই ঘটনার জের ধরে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছুরিকাঘাতে আব্দুল খালেক ঘটনাস্থলে নিহত হন। আহত সোলতান মাহমুদ টিপুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে যাওয়ার পর আটক একজনকে নির্দোষ দাবি করে থানা ফটকে ‘বিষ খেয়েছেন’ তার ছেলে রাসেল ইকবাল। রাসেল দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক বলে জানা গেছে। থানায় নিয়ে আসা দুই জনের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

এ বিষয়ে পরিদর্শক আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতার জের ধরে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে আছে।’

একজন বিষপান করেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য যেই দুই জনকে থানায় নিয়ে আসা হয়। তাদের একজনের ছেলে রাসেল তার বাবাকে নির্দোষ দাবি করে বিষপান করেছে বলে শুনেছি। তাকে হাসপাতালে গিয়ে আমরা দেখে এসেছি। ঠিক কী কারণে তিনি বিষপান করেছেন সেটি আমরা এখনও নিশ্চিত নই।’