নোয়াখালীতে বিশৃঙ্খলায় গ্রেফতার ১৩০ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে ভিডিও ফুটেজ দেখে আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বেগমগঞ্জের আট মামলায় ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আর বিশৃঙ্খলার ঘটনায় জেলায় মোট ১৮টি মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।

‘চৌমুহনীর ঘটনায় জেলা প্রশাসককে জবাবদিহি করতে হবে’  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টা ১৪ মিনিটে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। 

সাম্প্রদায়িক অপশক্তির শাস্তি দাবি রানা দাশগুপ্তের

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালীর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৯

উল্লেখ্য, জেলার পূজামণ্ডপ, বিভিন্ন মন্দির, হিন্দু সম্প্রদায়ের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আটটি মামলায় ২১৯ জন এজাহার নামীয়সহ জেলার মোট ১৮টি মামলায় এজাহার নামীয় ২৮৫ জন এবং অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে মামলা করা হয়।