রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়ালো। শুক্রবার (২২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের  ঘটনায় এ পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে, ভোরে ঘটনাস্থলে চার জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জানায় পুলিশ। এ সময় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে চার জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত চার রোহিঙ্গা হচ্ছেন উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিস (৩২), ইব্রাহিম হোসেন (২২), আজিজুল হক (২৬), মো. আমীন (৩২) ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলের রয়েছি।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, শুক্রবার ভোরে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চার রোহিঙ্গা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে ১০-১২ জন রোহিঙ্গা।
 
ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি।