মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত চার জনকে গ্রেফতারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। হত্যাকাণ্ডের ২৫ দিনের মাথায় ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেফতারের এ তথ্য জানানো হলো।  

শনিবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক। তিনি বলেন, আমরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।  

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ। এই হত্যাকাণ্ডের জন্য প্রথমে আরসাকে দায়ী করেছিল নিহতের পরিবার। 

তবে পরবর্তীতে মুহিবুল্লাহ হত্যায় তারা জড়িত নয় বলে এক বিবৃতিতে দাবি করে আরসা। এছাড়া পুলিশও মুহিব হত্যাকাণ্ডে আরসার সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দেয়। 

পুলিশ জানায়, মুহিবুল্লাহ খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ চার জনকে গ্রেফতার করা হয়েছে। 

ওই ঘটনার ২৪ দিনের মাথায় শরণার্থী ক্যাম্পের এক মাদ্রাসায় ছয় রোহিঙ্গাকে হত্যা করে সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন ও পুরনো মিলে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা।