বাবার নির্বাচনি কার্যালয়ের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় শহরে ১০ তলা ভবনের ছাদ থেকে ছয় তলার কার্নিশে পড়ে সৌরভ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাতে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সৌরভ। পরে পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বজনেরা জানান, রাতে ছাগলনাইয়া শহরের একটি নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে অসাবধানতাবশত ছয়তলায় পড়ে যায় সে। এতে সে গুরুতর আহত হয়।

নিহত সৌরভ ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড (বাঁশপাড়া) থেকে ডালিম প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নুরুল হকের ছোট ছেলে। সে ফেনী সরকারি পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, আগামী ২ নভেম্বর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন। পৌর শহরের নির্মাণাধীন একটি ভবনের নিচ তলায় তার বাবার নির্বাচনি কার্যালয় খোলা হয়। প্রতিদিন সন্ধ্যায় প্রার্থীর কিছু লোকজন ওই ভবনে বসেন। সোমবার সন্ধ্যায় সৌরভ ওই ভবনের ১০ তলায় বন্ধুদের নিয়ে গল্প করছিল। এ সময় অসাবধানতাবশত ১০ তলা থেকে পড়ে ছয় তলার কার্নিশে আটকে যায় সে। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফেনী পরে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।