মুহিবুল্লাহ হত্যা: আরও ২ রোহিঙ্গা গ্রেফতার 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষনেতা মো. মুহিবুল্লাহকে হত্যায় জড়িত আরও দুই জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৩০ অক্টোবর) বিকালে উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের ছব্বির আহমেদের ছেলে আবুল কালাম (৩৪) এবং একই ক্যাম্পের ডি ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।

১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়েছে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যা মামলায় মোট ১১ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজিজুল হক ও ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। পরদিন রাতে মুহিব্বুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন।