৩ দিন পর আখাউড়া বন্দরে পণ্য আমদানি শুরু

তিন দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে আমদানি কার্যক্রম চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত সোমবার থেকে স্থলবন্দরের ওয়েট ব্রিজ স্কেলটি বিকল হওয়ায় আমদানিকৃত পণ্য সঠিকভাবে মাপা যাচ্ছিল না। এতে পণ্য নিয়ে বন্দরে এক ধরনের জটিলতা তৈরি হয়। ফলে তিন দিন ধরে আমদানি কার্যক্রম বন্ধ থাকে। ভারত প্রান্তে আটকা পড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। 

খুলনা খালিশপুর থেকে এভারগ্রিন স্কেল প্রতিষ্ঠান থেকে টেকনিশিয়ান এসে গতকাল কাজ শুরু করেন। পরে আজ সকালে মেরামত কাজ সম্পন্ন হওয়ায় আখাউড়া স্থলবন্দরে আমদানি কার্যক্রম চালু হয়।

বন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে কয়েকটি ট্রাক পরীক্ষামূলকভাবে পণ্য নিয়ে এসেছে। তবে গত তিন দিন ধরে রফতানি কার্যক্রম স্বাভাবিক ছিল।