পানির দাম ৫ শতাংশ বাড়ালো চট্টগ্রাম ওয়াসা

আবাসিক ও বাণিজ্যিকে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে চট্টগ্রাম ওয়াসা বোর্ড। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়াসা বোর্ডের ৬৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬-এর ২২(২) ধারা অনুযায়ী প্রতি বছর পানির ইউনিটপ্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী আমরা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ডিসেম্বর থেকে বাড়তি এই বিল গ্রাহকদের পরিশোধ করতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা থাকলেও আমরা দুই বছর পর এখন পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ওয়াসা সূত্রে জানা যায়, পানির দাম ৫ শতাংশ বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ০২ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পানির দাম বৃদ্ধি করায় ওয়াসার বোর্ড সদস্যদের সমালোচনা করছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন। তিনি বলেন, ‘গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের কাজ কি শুধু দফায় দফায় পানির দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি বাড়ানো?’