সকালে নেভালেন আগুন, দুপুরে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

সকালে আগুন নিভিয়ে দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর মিলন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন মিলন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।’

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ করে। মিলনও এ কাজে যুক্ত ছিলেন।