নৌকার চেয়ারম্যানের ভাগনেকে পিটিয়ে হত্যার অভিযোগ 

কক্সবাজারের চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গিয়াস উদ্দীন মিন্টু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত গিয়াস (৪৫) ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগনে। সোমবার (২৮ নভেম্বর) রাতে চকরিয়া বদরখালী ইউনিয়নের গাউসিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৮ নভেম্বর) রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় বিজয়ী নৌকার প্রার্থী নুর হোছাইন আরিফের সমর্থকরা বিজয় মিছিল করার সময় একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের প্রায় দেড়শ’ সমর্থক হামলা চালান। এ সময় তারা নৌকার প্রার্থী আরিফের ভাগনে গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করেন। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ওসি ওসমান গনি বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।