পুলিশ হেফাজত থেকে পালানো আসামি আবারও গ্রেফতার

চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আবুল কালামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, রাত ২টার দিকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে রবিবার থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে আবুল কালাম পালিয়ে যান। তার আগে একই দিন নগরীর কদমতলী মোড়ের উত্তর পাশে ফরিদের চায়ের দোকান থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ এই রোহিঙ্গা নাগরিককে আটক করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা শাখা। এ ঘটনায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

পালিয়ে যাওয়ার পর পুলিশ জানিয়েছিল, আবুল কালামসহ কোতোয়ালি থানা থেকে একাধিক আসামিকে আদালতে আনা হয়। আদালতে আসামিদের নাম-ঠিকানা মেলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেওয়ার কোনও এক সময় তিনি পালিয়ে যান। পরে এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।