মোবাইল নিয়ে কেন্দ্রে আসায় ১৪ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নোয়াখালীর চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় ১৪ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে তাদের বহিষ্কার করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।

বহিষ্কার হওয়া ১৪ পরীক্ষার্থী চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
 
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটায় চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষা চলছিল। ১৪ পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে সঙ্গে মোবাইল থাকায় ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয় এবং মোবাইলগুলো জব্দ করা হয়।