X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যহতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার তিনটি কেন্দ্রের এই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হেয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার এসএসসি ও সমমানের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউএনও জানান, পরীক্ষা কক্ষে মোবাইল আনাসহ অসদুপায় অবলম্বন করায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও ফু্লবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুজন পরীক্ষার্থী রয়েছেন।

কেন্দ্র সূত্র জানায়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভোকেশনাল শাখার এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল জব্দ করা হয়। পরে বহিষ্কার করা হয়েছে। ওই কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি উপজেলার মোস্তাকিমা দাখিল মাদ্রাসার শিক্ষক। এছাড়া জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে সরবরাহ করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সরবরাহকৃত প্রশ্নপত্র উদ্ধার করা হলেও ওই পরীক্ষার্থীর সহযোগীকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপর দুই শিক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চার পরীক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীতেও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে