আর্ট পেপার ঘোষণায় আনলো সিগারেটের স্ট্যাম্প

আর্ট পেপার ঘোষণা দিয়ে চীন থেকে আনা তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস সিগারেটের জাল স্ট্যাম্প জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিয়া।  

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টমস এবং প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের আন্দরকিল্লার আমদানিকারক প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ চীন থেকে আর্ট পেপার ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। চালানটি খালাসের লক্ষ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট মধুমতি অ্যাসোসিয়েটস লিমিটেড কাস্টমস হাউসে বিল অব অ্যান্ট্রি জমা দেয়। কর্মকর্তারা পর্যালোচনা শেষে চালানটিতে মিথ্যা ঘোষণায় সিগারেটের প্যাকেটে ব্যবহারযোগ্য জাল স্ট্যাম্প থাকার বিষয়টি সন্দেহ করেন। পরে এআইআর টিম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড  সিস্টেমে চালানটির বিল অব অ্যান্ট্রি লক করে।’

কাস্টসম কর্মকর্তারা জানান, মঙ্গলবার পণ্যচালান আনা কন্টেইনার নামিয়ে বন্দরের অভ্যন্তরে কায়িক পরীক্ষা শুরু করে। এ সময় ৫/৬টি প্যাকেট খোলার পর একটিতে সিগারেটের জাল স্ট্যাম্প পাওয়া যায়। অতঃপর এআইআর টিম শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন শেষে মোট ২৪৬ প্যাকেট (প্রতি প্যাকেটে ২৬০ বান্ডিল এবং প্রতি বান্ডিলে ৫০০ পিস) সর্বমোট তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস নিম্নস্তরের ১০ শলাকাবিশিষ্ট সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী হালকা খয়েরি রঙয়ের জাল স্ট্যাম্প পায়। রাজস্ব বোর্ডের মূসক অনুযায়ী প্রতি পিস স্ট্যাম্পের খুচরা মূল্য ৩৯-৬২ টাকা। এর বিপরীতে সম্পূরক শুল্ক ৫৭ এবং মূসকের হার ১৫ শতাংশ।  এই পণ্যচালানটি ফাঁকি দিয়ে খালাস হলে এসব জাল স্ট্যাম্প নিম্নস্তরের সিগারেটের প্যাকেটে ব্যবহার করা যেত।  এতে সরকার প্রায় ৯০ থেকে ১৪৩ কোটি টাকা রাজস্ব হারাতো।