নির্দেশনার বাস্তবায়ন নেই, লঞ্চে শতভাগ যাত্রী পরিবহন 

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণরোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। আগের মতোই যাত্রী পরিবহন করছে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চগুলো। যাত্রী পরিবহনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। লঞ্চের মালিক ও শ্রমিকরা বলছেন বিআইডব্লিটিএ’র অফিস আদেশ না আসায় লঞ্চগুলোতে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের মাস্ক পরে লঞ্চে ওঠার জন্য মাইকিং করছে বিআইডব্লিউটিএ’র কর্মীরা। তবে লঞ্চগুলোতে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে। দলবেধে যাত্রীরা উঠছেন লঞ্চে। নিরাপদ দূরত্ব বজায় না রেখে যাত্রীরা বসছেন গাদাগাদি করে। একই অবস্থা সদরঘাট থেকে আসা লঞ্চগুলোর। করোনার ভয় উপেক্ষা করে চাঁদপুর ঘাটে লঞ্চ নোঙর করার পরই যাত্রীরা একে অন্যের গা ঘেষে দলবেধে লঞ্চ থেকে নামছেন।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, নৌপথে যাত্রীদের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, নৌপুলিশ সমন্বিতভাবে পদক্ষেপ নিয়েছে। প্রতিটি লঞ্চে স্যানিটাইজ করে যাত্রীদের উঠানো হচ্ছে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে বসার জন্য বলা হচ্ছে। তবে যাত্রীদের অসচেতনতার কারণে কোনও নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ভাড়া না বাড়ায় আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো।