যাত্রী বেশে বাসে উঠে চুরি-ছিনতাই-ডাকাতি করতো তারা

চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জানুয়ারি) সীতাকুণ্ড, ব্রাহ্মণবাড়িয়া ও মীরসরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল, প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। তারা যাত্রী বেশে গণপরিবহনে উঠে চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ডের মধ্যম সলিমপুর এলাকার সেকান্দার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৩), মীরসরাইয়ের পূর্ব হাইতকান্দি কুরুয়া এলাকার রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার মো. ওসমানের ছেলে তুষার (২২), সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মো. শহিদ (২৩), চট্টগ্রামের কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), ভাটিয়ারীর হাতেম পাড়া এলাকার মো. রফিকের ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষ্মীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩)।

মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে গণপরিবহনে উঠে ছিনতাই করতো। মহাসড়কে রড় মেরে গাড়ি ডাকাতি করতো।’