ফেনীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

ফেনীতে রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে নুরুল আবসার (৪৫) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর ইউনিয়নের শাহ আলম মাস্টারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবসার ওই বাড়ির আবদুল বারেকের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার রাতে থানায় মামলা করেন। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, উত্তর জায়লস্কর ইউনিয়নের শাহ আলম মাস্টারবাড়ির নুরুল আবসার ও সফিকুর রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। শুক্রবার দুপুরে আবসারের পরিবারের সদস্যদের চলাচলের রাস্তায় সফিকুরের পরিবারের সদস্যরা ময়লা ফেলেন। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সফিকুরের পরিবারের সদস্যরা নুরুল আবসারকে পিটিয়ে আহত করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামলার আসামি সফিকুরের স্ত্রী রোকেয়া বেগম, ছেলে জাহেদ ও জনিকে গ্রেফতার করেছে পুলিশ।