অভিযুক্তকে বদলি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগে তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি সমঝোতা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুর রহমান জানান, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে ছিল। তবে চলমান এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।

কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম ম  বিল্লাহ তকী বলেন, গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানকে নিয়ে সংগঠিত ঘটনায় একটি সমঝোতা বৈঠকে সমাধান হয়েছে। এ কারণে আমরা বিকাল থেকে কাজে যোগদান করেছি। কক্সবাজার সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানকে প্রত্যাহার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসক মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অসদাচরণের অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু প্রহসনমূলক শাস্তি হিসেবে অভিযোগকারীদের এক্সটেনশন ও তিন মাসের বেতনভাতা কেটে রাখার আদেশ জারি করে। এর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসকরা।