X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ এপ্রিল ২০২৪, ১২:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসক কোরবান আলী (৬০) মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

ডা. কোরবান আলীর মামাতো ভাই জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছেলের ওপর প্রতিশোধ নিতে আসা কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত হন দন্ত চিকিৎসক কোরবান আলী। শুক্রবার নগরীর আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সেখান থেকে ‘মেডিক্যাল সেন্টার’ নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ডা. কোরবান আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’

জানা গেছে, পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে ৯৯৯-এ কল করেন ডা. কোরবানের ছেলে আলী রেজা রানা। এ ঘটনায় প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রানাকে মারধর করতে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন চিকিৎসক কোরবান আলী। হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

আলী রেজা রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার বিকালে ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলাম। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই স্কুলছাত্রকে মারধর করছিল। তারা নিরুপায় হয়ে আমার সাহায্য চেয়েছিল। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করি। কিছুক্ষণ পর পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় ইফতার কিনতে বাসা থেকে বের হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমার বাবা বাঁচাতে এলে তার ওপরও হামলা চালানো হয়। হামলায় বাবা গুরুতর আহত হন। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেডিক্যাল সেন্টার নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।’

এ ঘটনায় শনিবার আলী রেজা রানা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মঙ্গলবার মো. সাগর, মো. সংগ্রাম ও পাপেল নামে হামলায় জড়িত তিন জনকে গ্রেফতার করে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘হামলার শিকার দন্ত চিকিৎসক কোরবান আলী আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এর আগে তার ওপর হামলার ঘটনায় মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ