এবার পাল্টা জিডি করলেন সেই চেয়ারম্যান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন এক যুবক। এবার সেই যুবকের বিরুদ্ধে পাল্টা জিডি করেছেন সেলিম খান।মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় তিনি জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সেলিম খান ও তার ছেলে শান্ত ঢাকার কাকরাইলের শাপলা মিডিয়ার অফিসে ছিলেন। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত মারামারির ঘটনা সাজিয়ে নিরব খান কাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে তা আমাদের বোধগম্য নয়। নিরব পূর্বপরিকল্পিতভাবে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে এসে আমার ও শান্তর নাম উল্লেখ করে হামলা হয়েছে বলে চিৎকার করে। এ সময় নেপথ্যে থাকা ওই কুচক্রি মহলের লোকজনের ইন্ধনে বেশ কয়েকজন ফটো সাংবাদিক উপস্থিত হয়ে তার বক্তব্য রেকর্ড করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা আমার ক্ষতিসাধনের জন্য উঠেপড়ে লেগেছে।

‘জিডি করেছেন’ কিনা জানতে চাইলে সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টা আইনগতভাবে বুঝবো। জিডি করেছি কিনা খোঁজ নিয়ে দেখেন।’

জিডির বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: সেই চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে জিডি করায় যুবককে মারধর

চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের বিরুদ্ধে নিরব খান বাদল নামে এক যুবককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় ২৭ ফেব্রুয়ারি জিডি করেন লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে নিরব।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সেলিম খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। এসব বিষয়ে এলাকার সহজ-সরল জনগণ তার ভয়ে মুখ খুলতে পারে না। সেলিম খান তার সাত শতাংশ ৬০ পয়েন্ট জায়গা জোরপূর্বক হুমকি-ধমকি দিয়ে রেজিস্ট্রি করে নেন। জায়গা বাবদ নিরবকে এক লাখ টাকা দিয়েছেন। বাকি টাকা চাইতে গেলে তার ছেলে শান্ত খান গুলি করে হত্যার পর লাশ গুমের হুমকি দেন।