মে‌য়ের বি‌য়ের অনুষ্ঠান কর‌তে পাহাড় কে‌টে জায়গা কর‌ছেন

বান্দরবানের লেমুঝিরি পাড়ায় মে‌য়ের বি‌য়ের অনুষ্ঠান কর‌তে এক্সকাভেটর দি‌য়ে পাহাড় কে‌টে জায়গা সমতল ভূমি‌তে প‌রিণত কর‌ছেন বান্দরবান সদর উপজেলা পরিষদের সা‌বেক ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরী।

শ‌নিবার (৫ মার্চ) বিকা‌লে বান্দরবান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লেমুঝিরি এলাকায় গিয়ে দেখা গেছে, এক্সকাভেটর দিয়ে বিশাল একটি পাহাড়ের এক পাশ কেটে ইতোমধ্যে সমান ক‌রে ফেলেছেন। আর এ মা‌টি ডাম্পিং ট্রাক দি‌য়ে নি‌য়ে যাওয়া হ‌চ্ছে অন‌্যত্র। সে মা‌টি দি‌য়ে ভরাট করা হচ্ছে আশপা‌শের নিচু জমি।

স্থানীয় বাসিন্দা তাহেরা বেগম, জানে আলমসহ কয়েকজন অভিযোগ করে বলেন, ‘সা‌বেক এ ভাইস চেয়ারম‌্যান ক‌য়েক‌দিন পরপরই পাহাড় কা‌টেন। ইতোম‌ধ্যে বি‌গত ক‌য়েক বছ‌রে তি‌নি পাহাড় কেটে ক‌য়েক একর জায়গা সমতল ভূ‌মি‌তে প‌রিণত ক‌রে‌ছেন। ক্ষমতার প্রভা‌বের কার‌ণে তার বি‌রুদ্ধে প্রশাস‌নিকভা‌বে কোনও ব‌্যবস্থা না নেওয়ায় দিন দিন পাহাড় কাট‌তে উৎসা‌হিত হ‌চ্ছেন।’ তারা পাহাড় কাটার শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জামাল চৌধুরী বলেন, ‘আগামী ১৫ মার্চ আমার মে‌য়ের বি‌য়ের অনুষ্ঠান হ‌বে এখা‌নে। বান্দরবানের অনেক শীর্ষ কর্মকর্তারাও আস‌বেন দাওয়াত খে‌তে। তাই অনুষ্ঠান করার জন‌্য পাহা‌ড় কে‌টে জায়গাটি সমান করা হচ্ছে।’

বান্দরবান পরিবেশ অধিদফতরের প‌রিদর্শক আবদুস সালাম বলেন, ‘জামাল চৌধুরীর না‌মে আগেও অনেক অভিযোগ পেয়েছি। ত‌বে সে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তার বিরু‌দ্ধে সাক্ষী না দেওয়ায় মামলাও দি‌তে পার‌ছি না। এরপরও ঘটনাস্থলে গিয়ে তদন্ত ক‌রে আইনানুগ ব্যবস্থা নেবো।’

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, ‘বালাঘাটা লেমুঝিরি এলাকায় পাহাড় কেটে সমতল ভূ‌মি‌তে রূপান্তরের বিষয়টি আমার জানা নেই। তবুও বিষয়টি খোঁজ নি‌য়ে দেখছি।’