পাবনা থেকে অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ৩

পাবনা থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) ভোরে আনোয়ারা থানার চাতুরী এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—পাবনা সদর থানা এলাকার উত্তর কোমরপুর এলাকার ইউনুস কাজীর ছেলে ইসমাইল কাজী (১৯), ওই এলাকার মঈন উদ্দিন কাজীর ছেলে ইউনুস কাজী (৪৫) ও সদর থানার উত্তর কোমরপুর মঈন উদ্দিন কাজীর ছেলে আব্দুল মান্নান কাজী (৪৮)।

ভুক্তভোগীর বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল ওই কিশোর। আব্দুল মান্নানের বাড়ির সামনে আসলে তাকে অপহরণ করে ইসমাইল কাজী। এরপর তাকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। পরবর্তী সময়ে ইউনুস কাজী ও আব্দুল মান্নান ভুক্তভোগীকে আনোয়ারায় আত্মগোপন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নুরুল আবছার জানান, অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ওই স্কুলছাত্রীর বাবা পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।