ট্রাকের এয়ার ক্লিনার বক্সে মিললো ১৯ হাজার পিস ইয়াবা

চট্টগ্রামে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ার ক্লিনার বক্সের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (১১ মার্চ) রাতে জেলার বাঁশখালী উপজেলার পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

গ্রেফতার দুই জন হলেন- সাতকানিয়া উপজেলার কেউচিয়া এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেন (২২)। অপরজন একই উপজেলার দক্ষিণ ডেমশা এলাকার আক্তার হোসেনের ছেলে মো. রাসেল (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ‘গ্রেফতার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।