ইয়াবা-আইস ফেলে পালালো পাচারকারীরা

মিয়ানমার থেকে সাগরপথে পাচারকালে এক লাখ পিস ইয়াবা ও এক কেজি আইসসহ ট্রলার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। মঙ্গলবার (২২ মার্চ) রাতে ডিএনসির একটি দল বঙ্গোপসাগরের মৌলভীর শীল এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদক আইস ও ইয়াবার একটি চালান মাছ ধরার ট্রলারে সাগরপথে পাচারের খবর পাওয়া যায়। রাতে ডিএনসির একটি দল বঙ্গোপসাগরের মৌলভীর শীল এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা উপকূলের দিকে পালিয়ে যায়।

ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও এক কেজি আইস উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনের প্রস্তুতি চলছে বলে জানান সিরাজুল মোস্তফা।