চট্টগ্রামে নালায় পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া কাজল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৭ মার্চ) দুপুরে তাকে উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার নালায় পড়ে যান তিনি।

কাজল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জাফর আহমেদের ছেলে। বহদ্দারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, ‘নালায় এক ব্যক্তি পড়ে যাওয়ার খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যাই। প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে পড়ে যাওয়া ব্যক্তিকে নালা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

স্থানীয় লোকজন জানায়, ফুটপাত দিয়ে হাঁটার সময় লোকটি নালায় পড়ে যায়। নালাটির সংস্কারকাজ করার পর ভালোভাবে স্ল্যাব বসানো হয়নি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

আগের দিন শনিবার বিকালে নগরের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় নালায় পড়ে যায় এক শিশু। তবে ওই শিশুর সঙ্গে থাকা দুই নারী তাৎক্ষণিকভাবে তাকে টেনে তুলে। নালায় শিশুটি পড়ে যাওয়া এবং উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, গত বছর চট্টগ্রাম নগরে নালায় পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বছরের ৩০ জুন চশমা খালে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশা পড়ে দুই জন মারা যান। ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে নালায় পড়ে সালেহ আহমদ নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। তার খোঁজ এখনও মেলেনি। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া। এ ছাড়াও ষোলশহর এলাকায় খালে পড়ে মারা যায় এক শিশু।