এক ঘণ্টার আগুনে ১৭ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার হোমনা উপজেলার বাজারে আগুন লেগেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আগুনে বাজারের সোনার বাংলা মার্কেটের একটি সাইকেল স্টোরসহ প্রায় আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে  প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে দেখি, সোনার বাংলা মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমার স্ত্রী-সন্তানদের তাড়াতাড়ি পানি আনতে বলি। এরপর সবাই মিলে পানি ঢালতে থাকি। কিন্তু কিছুতেই আগুন নেভানো যাচ্ছির না। আমার ছেলে ৯৯৯ নম্বরে কল দিয়ে আগুন লাগার কথা জানায়। এরপর ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হোমনা ফায়ার সার্ভিসের সদস্য মোহাম্মদ নূর হোসেন বলেন, বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। যে দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটা পুড়ে গেলেও আশপাশের দোকানগুলোতে আগুন ছড়াতে পারেনি। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। 

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বিকালে আগুনে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি। এছাড়া পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর বারীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।