কোটি টাকার আফিমসহ গ্রেফতার ৩

বান্দরবানের থানচি থানা এলাকায় আফিম কেনাবেচার সময় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি আফিম উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে থানচি থানাধীন থানচি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন- রুম তুই ম্রো (৩০), সন রাই ম্রো (২৫) ও রিংওয়ই ম্রো (২২)। তারা থানচি থানাধীন মাইকুয়া পাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতারদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি আফিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আফিমের মূল্য প্রায় এক কোটি টাকা। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘ দিন ধরে মিয়ানমার ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে আফিম সংগ্রহ করে। পরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আফিম ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।