খাগড়াছড়িতে ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ও যৌথ খামার এলাকার দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের নেতৃত্বে ইটভাটা দুইটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও বলেন,  হাইকোর্টের নির্দেশে উপজেলার মাইসছড়িতে এটিএম রাশেদ উদ্দিনের ও যৌথ খামার এলাকার আবদুস সালামের ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেলার খাগড়াছড়ির জেলা কমিটির সদস্য আবু দাউদ ও স্থানীয় পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী। তারা দ্রুত জেলার অবৈধ সব ইটভাটায় এই ধরনের অভিযান পরিচালনা করে পরিবেশ সুরক্ষার দাবি জানান।