সার কারখানার বর্জ্য খালে, পানি পানে ১৩ মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানা থেকে বের হওয়া বর্জ্যমিশ্রিত দূষিত পানি খেয়ে ১৩টি মহিষের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে মহিষগুলো মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন সিইউএফএল কারখানার সামনে বিক্ষোভ করে মৃত মহিষগুলোর ক্ষতিপূরণ দাবি করেছেন। 

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়াডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আগাম ঘোষণা ছাড়ায় শনিবার রাতে সিইউএফএল কর্তৃপক্ষ কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি গোবাদিয়া খালে ছেড়ে দেয়। দুপুরে খাল থেকে পানি পান করে ১৩ মহিষ মারা যায়।  

স্থানীয়দের অভিযোগ, সিইউএফএল কারখানার দূষিত পানি পান করে এর আগেও গরু-মহিষ মারা গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই খালে বর্জ্যমিশ্রিত পানি ছাড়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বারবার।

সিইউএফএল কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, খালের পানি খেয়ে কয়েকটি মহিষ মারা যাওয়ার খবর শুনেছি। খালের পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার পর প্রতিবেদন পাওয়া গেলে তখন মহিষগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।