ঈদে বুকিং হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট-কটেজ

রাঙামাটির মেঘের উপত্যকাখ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে ঈদের ছুটি উপলক্ষে সব রিসোর্ট-কটেজের আগাম বুকিং হয়ে গেছে। ঈদ ও সাপ্তাহিক টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। এতে চাপ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (১ মে) সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, ৫, ৬ ও ৭ মে’র জন্য ১৩০টির মতো রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। সাজেকে এসব রিসোর্ট-কটেজে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি পর্যটক থাকতে পারেন। এ ছাড়া বিভিন্ন বাড়ি ও তাবুতে বেশ কিছু পর্যটক রাতযাপন করেন।

sajek1

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ঈদের ছুটি উপলক্ষে তাদের রিসোর্ট-কটেজের টানা তিন দিন সব কক্ষ বুকিং হয়ে গেছে। আগামী ৫, ৬ ও ৭ মে রিসোর্ট-কটেজগুলোতে কোনও কক্ষ খালি নেই।

sajek3

তিনি আরও জানান, ১১ থেকে ১৪ মে চার দিন সপরিবারে সাজেক অবস্থান করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকলে নিয়োজিতদের থাকার জন্য বেশ কিছু কক্ষ বাদে বাকি সব রিসোর্ট-কটেজে পর্যটকরা থাকতে পারবেন।