১৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

আরও ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুক্রবার (৬ মে) দুপুর ২টায় সয়াবিন তেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’ চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, জাহাজটিতে ১৩ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আছে। এই ভোজ্যতেল ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে টি কে গ্রুপ।

এর আগে, মঙ্গলবার (৩ মে) চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছিল ২১ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি আমদানি করে। এর মধ্যে বসুন্ধরার ছিল ১০ হাজার ৩২১, সেনা কল্যাণ এডিবল অয়েলের পাঁচ হাজার, সিটি গ্রুপের এক হাজার ৬৭৯ এবং বাংলাদেশ এডিবল অয়েলের ছিল চার হাজার মেট্রিক টন তেল।