ব্রাহ্মণবাড়িয়ায় পচা মাংস বিক্রি, কসাইকে ২০ দিনের জেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে আকরাম মিয়া (৩৮) নামে এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন পৌর বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আকরাম মিয়া নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মোশাররফ হোসেন বলেন, অভিযানে কসাই আকরাম মিয়ার দোকানে খাবারের অনুপযোগী মাংস পাওয়া যায়। পরে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাংসের গুণগত মান পরীক্ষা করে নিশ্চিত করে জানান, এই মাংস খাবারের অনুপযোগী। ওই মাংস খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।

তিনি বলেন, কসাই আকরাম তার অপরাধ স্বীকার করায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই পচা মাংস জনগণের সামনে নষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।