কুসিক নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। 

মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় সাক্কুর পক্ষে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তার ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

অ্যাভোকেট কাইমুল হক বলেন, ‌‘মনিরুল হক সাক্কু মানুষের কথায় নির্বাচন করছেন। কুমিল্লার মানুষের জন্য ১০ বছর তিনি কী করেছেন তা মানুষ জানেন। তারা এসব কিছুর প্রতিদান দেবেন এই নির্বাচনে।’

আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগে ঐক্য, বিএনপি নেতাদের মধ্যে কোন্দল 

দলের প্রতি আস্থার বিষয়ে তিনি বলেন, ‘সাক্কু সাহেব একদলই করবেন আমৃত্যু। তিনি বলেছেন, দল থেকে পদত্যাগ মানে অন্য দলে যোগদান নয়। মানুষের কথা ভেবে যদি দল ছাড়তে হয় তিনি তাও করবেন।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুই বার জয়ী হন মনিরুল হক সাক্কু। আগামী ১৫ জুন তৃতীয়বারের মতো কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।