বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত

চট্টগ্রামে পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল ৯টায় নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজীব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকালে একটি যাত্রীবাহী বাস শিল্প পুলিশের বহনকারী পিকআপে ধাক্কা দেয়। এতে পুলিশের অন্তত ১৩ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, সকালে নগরের উত্তর কাট্টলীতে শিল্প পুলিশের মাঠে প্যারেড ছিল। প্যারেড শেষে পিকআপ ভ্যানে ২৩ জন পুলিশ সদস্য খুলশী এলাকায় শিল্প পুলিশের কার্যালয়ে যাচ্ছিলেন। সাগরিকা মোড় এলাকায় পিকআপ ভ্যানটি পৌঁছলে একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। অন্যরা কম-বেশি আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকে চেষ্টা চলছে।