কুমিল্লা সিটি নির্বাচন: মনোনয়ন বাতিল হওয়া ৯ কাউন্সিলর প্রার্থীর আপিল

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া ৮ সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আপিল আবেদন করেছেন। রবিবার (২২ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

তিনি বলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ফারজানা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ রুমন আহমেদ, ২১ নম্বর ওয়ার্ডের জামাল হোসেন কাজল ও মো. মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। 

ঋণখেলাপি হওয়ায় ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল, ৮ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন বাবু ও ১৪ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এছাড়া কামিল পাসের সনদ না থাকায় ১৯ নম্বর ওয়ার্ডের জুয়েলের মনোনয়নপত্র বাতিল হয়। 

জানা যায়, ১৯ মে মনোনয়নপত্র বাছাইয়ের দিন এই ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ২২ মে ছিল রিটার্নিং কর্মকর্তার আদেশের (প্রার্থীতা বাতিলের) বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের (চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা) কাছে আবেদনের শেষ দিন।

শাহেদুন্নবী চৌধুরী আরও বলেন, আপিলকারীদের শুনানি ২৩ থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে। ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।