দুই খালাতো বোনকে এসিড নিক্ষেপ, ভাইবোনের যাবজ্জীবন

চট্টগ্রামে দুই খালাতো বোনকে এসিড নিক্ষেপের দায়ে ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-শারমিন ফারজানা সাকী ও তার ছোট ভাই ইফতেখার লতিফ সাদি। ভুক্তভোগীরা তাদের খালাতো বোন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার জয়নগর এলাকায় ঘুমন্ত অবস্থায় খালাতো দুই বোনের শরীরে এসিড নিক্ষেপ করে শারমিন ফারজানা সাকী। প্রকৃত ঘটনা লুকাতে নিজের মুখেও এসিডের প্রলেপ দেয় সাকী। এই কাজে তাকে সহযোগিতা করে তার ছোট ভাই ইফতেখার লতিফ সাদি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। পরে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করা হয়।

তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, ঘটনার সাত দিন পর ভুক্তভোগী একজনের সঙ্গে চট্টগ্রামের এক কলেজশিক্ষকের বিয়ে হওয়ার কথা ছিল। নিজের আগে ছোট খালাতো বোনের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয় সাকী। এ কারণে দুই বোনকে এসিডে ঝলসে দেয়। ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেফতারের পর ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় শারমিন ফারজানা সাকী।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‌ ‘দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় দুই ভাইবোন জড়িত ছিল। আমরা আদালতে তা প্রমাণে সক্ষম হয়েছি। আদালত এ জঘন্য অপরাধের জন্য জড়িত দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।’