বিয়ে না করায় যুবককে এসিড নিক্ষেপ, মা-মেয়ের যাবজ্জীবন

চট্টগ্রামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপের মামলায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালদত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুন) বিকালে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মাসুমা খাতুন ও তার মেয়ে মুস্তফা বেগম। গ্রেফতারের চার বছরের মধ্যে জামিনে বের হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন মাসুমা খাতুন। কিন্তু যুবকের পরিবার রাজি ছিল না। বিয়ে না দেওয়ার জন্য তাকে বিদেশ পাঠানোর সব ব্যবস্থা করা হয়। এর মধ্যে ১৯৯৫ সালের ২২ জুলাই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে এসিড নিক্ষেপ করেন মাসুমা ও তার মেয়ে মুস্তফা।’

আদালত সূত্রে জানা গেছে, এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগীর বাবা রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে এ মামলায় মা-মেয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হয়। আদালত ১৩ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেছেন।