বান্দরবানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে চার জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় চার জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের নাম জুনায়েদ হাসান ও হ্লামং মারমা। অন্যদের নাম জানা যায়নি।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে। তারা হলেন- বান্দরবান পৌর শাখা ছাত্রলীগের ৬নং ওয়ার্ড সভাপতি দীপন কান্তি নাথ, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুর বাবু ও  জেলা ছাত্রলীগের সদস্য আরাফাত বাবু।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল দাবি করেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপ নয়, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (ওসি) মির্জা জহিরুল ইসলাম জানান, সিনিয়র ও জুনিয়র দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। এতে দুই পক্ষের কা‌রও অভিযোগ না থাকায় তা‌দের ছেড়ে দেওয়া হ‌য়ে‌ছে।