র‌্যাব পরিচয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের টার্গেট ছিল তাদের

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে উখিয়ার বালুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

মেজর মনজুর মেহেদী বলেন, ‘উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারের বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি চক্র। চক্রের সদস্য সুমন মুন্সী এবং তার দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থ্যাইংখালী থেকে এক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই রোহিঙ্গা। কোরবানির ঈদকে সামনে রেখে র‍্যাব পরিচয়ে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণের টার্গেট নিয়েছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতারের পর তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, র‍্যাবের ভুয়া দুটি আইডি কার্ড, র‍্যাবের দুটি জ্যাকেট, একটি হাতকড়া, দুটি পিস্তলের কাভার ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’