উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও দুই রোহিঙ্গা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯টার দিকে বালুখালী ক্যাম্প-১৮ বি ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নাগরিকের নাম আজিম উদ্দিন। তিনি বালুখালী ক্যাম্প-১৮ বি-এর হেড মাঝির দায়িত্বে ছিলেন।

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, রাতে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ের একটি ফিল্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা দাবি করেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তরা এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।