কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (আনারস) সালাউদ্দিন কাদের এই অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর কিছুক্ষণ পর ১ ও ২ নম্বর ওয়ার্ড থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘ভোট কেন্দ্রে কোনও অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।’

বাঁশখালী উপজেলার ১৩টিসহ জেলার মোট ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পটিয়া ও আনোয়ার উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। বাকি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।