তিন গুণ ভোট বেশি পেয়ে বাঘাইছড়ির মেয়র নৌকার প্রার্থী

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ছয় হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ মোবাইল প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৮১ ভোট। প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোট পেয়েছেন নৌকার প্রার্থী।

বুধবার (১৫ জুন) রাতে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারি এই ফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী আট হাজার ৩৬৫টি ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ হয়েছে শতকরা ৭৫ ভাগ। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৮২০ ও নারী ভোটার পাঁচ হাজার ৩৫১ জন। মোট ভোট কেন্দ্র ৯টি।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. রহমান উল্লাহ খাজা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।