পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান শুরু

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ শুরু হয়েছে। রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে। এতে সহযোগিতা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, আনসার, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। এর আগে শনিবার (১৮ জুন) আকবর শাহ থানা এলাকার পাহাড়ে অতি ঝুঁকিপূর্ণ ১২০টি ঘর চিহ্নিত করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার ওমর ফারুক জানান, অতি ঝুঁকিপূর্ণ ১২০টি ঘর উচ্ছেদ করা হচ্ছে। তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। এ পর্যন্ত ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পাহাড় ধসে চার জন মারা গেছেন। আহত হন পাঁচ জন। এদিন রাত ২টায় নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকা এবং শনিবার (১৮ জুন) ভোর ৪টায় ফয়’স লেক সি-ওয়ার্ল্ড গেট এলাকায় এ ঘটনা ঘটে।