ধর্ষণের পর হত্যা, ২ আসামির যাবজ্জীবন

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুমিল্লার নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও বারপাড়া এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর বারোপাড়া মধ্যম কবরস্থান থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা। একপর্যায়ে তদন্ত করে রাসেল ও আরিফ নামের দুই আসামিকে গ্রেফতার করে। পরে তারা ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।